pandaBD.com রিফান্ড ও রিটার্ন পলিসি

 

আমাদের লক্ষ্য গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করা। যদি পণ্য নিয়ে কোনো সমস্যা হয়, আমাদের সহজ রিটার্ন ও রিফান্ড পলিসি অনুসরণ করুন।

 

রিটার্নের নিয়মাবলী:

 

পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে রিটার্নের অনুরোধ করতে হবে।

 

পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত অবস্থায় ও মূল প্যাকেজিংয়ে ফেরত দিতে হবে।

 

ভুল, ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য।

 

 

রিফান্ডের প্রক্রিয়া:

 

রিটার্নকৃত পণ্য যাচাই শেষে ৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।

 

রিফান্ড আপনার bKash বা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।

 

 

রিটার্ন বাতিলের কারণ:

 

পণ্য ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত বা সময়সীমার পরে ফেরত দেওয়া হলে।

 

 

যোগাযোগ:

 

ইমেইল:pandabd11@gmail.com

ফোন: 01641806024